UpLabs Premium Contributor - আপল্যাবস প্রিমিয়াম কন্ট্রিবিউটর

আপল্যাবস প্রিমিয়াম কন্ট্রিবিউটর হতে হলে কি কি করা লাগে?

আপল্যাবস প্রিমিয়াম কন্ট্রিবিউটর হওয়ার জন্য তেমন কিছু করতে হবে না বললেই চলে।
প্রথমত আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে এর জন্য বেশি কিছু করা লাগবে না, শুধু কন্টিনিউ কিছু আইটেম আপলোড করতে হবে । ১-৫ টা আইটেম আপলোড করলেই অ্যাকাউন্ট ভেরিফাইড।
তারপর আরো কিছু আইটেম আপলোড (৫-১০ টা) করলে একটা ইমেইল পাবেন। নিচের ছবিটি দেখুন। (কিছু কিছু ক্ষেত্রে ২০-৩০টা আইটেম লাগতে পারে হতাশ হওয়ার কিছু নাই)
ইমেইল এর সাব্জেক্ট থাকবে You're invited to sell your products on UpLabs Premium.
You're invited to sell your products on UpLabs Premium
এরপর ইমেইল টা একবার পড়ুন এবং Check out your invitation
বি.দ্র : ডিজাইন অবশ্যয় কোয়ালিটি সম্মত হতে হবে । ভাল ডিজাইন করার জন্য বেশি বেশি ডিজাইন দেখেন ।

Post a Comment

0 Comments