Account Open

   
Image result for account open.                 ******************************************

স্বপ্ন হোক জয়ী........

লেখাটা নতুন কিছু ভাইদেরকে নিয়ে। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে,
ভাই আমি কাজ শিখতে চাই কি কনফিগারেশন এর কম্পিউটার হলে ভালো হয়...?
ভাই, আমার পিসি কনফিগার তো তেমন একটা বেশী নয়, আমি কি শুরু করবো....?
অনেক ভাই এটাও বলে থাকেন যেদিন ভাল কনফিগারেশন এর পিসি কিনবো সেদিন থেকেই কাজ শুরু করবো..... ইত্যাদি ইত্যাদি.....

এবার চলুন আসল কথায়,
ফ্রিল্যান্সিং বিষয়টাকে আপনি বা আমি কিভাবে নিচ্ছি...?
এইটাকে কি আমি পেশা হিসাবে নিতে পারতেছি...?
নাকি অন্য কোথাও কিছু করতে পারতেছি না সেই জন্য ফ্রিল্যান্সিং টাকে বেছে নিচ্ছি....?

আমি বলবো, ফ্রিল্যান্সিং সুধু একটা পেশা নয় এটা একটা স্বপ্ন। যখন আপনি এই স্থানটাকে শুধুমাত্র অর্থ উপার্জনের কেন্দ্র হিসাবে ব্যবহার করবেন তখন হয়তো আপনি বেশ ভালই উপার্জন করবেন, তবে ইনকাম কতটুকু স্থায়ীত্ব পাবে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আর যদি এই সাইট টাকে আপনি আপনার স্বপ্ন হিসাবে নিতে পারেন তাহলে দেখবেন অর্থ উপার্জনও হচ্ছে আপনার স্বপ্ন বাস্তবায়নও হচ্ছে। যেকোনো বিষয়কে বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম যদি সেই বিষয়টিকে নিজের মধ্যে লালন করতে পারেন সেইটার স্থায়ীত্ব বেশীদিন হবে বলে আমি আশাবাদি।

তাই চলুন মুল পয়েন্টে আসি......
যারা নতুন আছেন তাদেরকে বলবো, এই সাইট টাকে শুধুমাত্র পেশা নয় সর্বপ্রথম আপনার স্বপ্ন বানিয়ে নিন।

উদ্দেশ্য নিজেকে প্রতিষ্ঠিত করা, লক্ষ - স্বপ্ন বাস্তবায়ন করা।

আপনি যদি স্বপ্ন বাস্তবায়নের নেশাকে নিজের মধ্যে লালন করতে পারেন তাহলে দেখবেন- আবওহাওয়া যতই প্রতিকুল হোকনা কেন আপনার স্বপ্ন বাস্তবায়নের নেশা আপনাকে কাংখিত লক্ষে নিয়ে যাবে।

তখন কোন বাধা আপনাকে দাবিয়ে রাখতে পারবে না....

কম্পিউটার লো কনফিগারেশন...?
তাতে কি হয়েছে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
আমি সর্বপ্রথম যখন কাজ শুরু করি আমার কম্পিউটার হাই কনফিগারেশন ছিলো না। আল্লাহর রহমতে এখন এসএসডি সহ হাই কনফিগারেশন।

নেট প্রব্লেম...?
তাতে কি হয়েছে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে....
আমি যখন কাজ শুরু করি তখন গ্রামীনফোন এর 256 kbps - 2gb মেয়াদ ১ মাস..... দিয়ে কাজ শুরু করি। এখন আলহামদুলিল্লাহ ১৫ এমবিপিএস আনলিমিটেড ব্যবহার করছি।

আর একটি কথা অন্য কোথাও কাজ হচ্ছেনা তাই ফ্রিল্যান্সিং এই চিন্তা চেতনা ভিতর দূর করুন। ভালো একটি চাকুরী পাওয়ার আশায় যদি জীবনের অর্ধেক সময়টা পড়ালেখার মধ্যে অতিবাহিত করতে পারেন, তবে এখানে এতো তারাহুরা কেন...?

তাই বলবো যে অবস্থার মধ্যেই থাকুন না কেন, মুল স্বপ্ন লক্ষকে বাস্থবায়নের চেস্টা করুন, ইনশাআল্লাহ সফল হবেন।

আসলে লিখতে অনেক কিছুই মনে চায়। লেখা বড় করতে পারছি না। তবে অল্পের মধ্যে যতটুকু লিখা সম্ভব চেস্টা করেছি। সবাই ভালো থাকবেন......

                             *********************************************




 আপডেট ঃ ৯৯ ডিজাইনসে ১-টু-১ প্রজেক্টের নতুন ফি নির্ধারণ  ঃ
.
প্রায় ২৪ ঘণ্টা আগে ৯৯ ডিজাইনস তাদের ১-টু-১ প্রজেক্টের নতুন ফি নির্ধারণের ঘোষণা দিয়েছে যা আগামি ৬ই ফেব্রুয়ারি, ২০১৯ থেকে কার্যকর হবার কথা । খুব মনোযোগ দিয়ে বিষয়-টি বুঝতে হবে ।
.
১-টু-১ প্রজেক্টের ক্ষেত্রে ফি রয়েছে ৩টি (ক্লায়েন্ট প্লাটফর্ম ফি + ডিজাইনার প্লাটফর্ম ফি + ক্লায়েন্ট ইন্ট্রডাকসন ফি)  -
-------------------------------------------------------------------
১. ক্লায়েন্ট প্লাটফর্ম ফি -
সবার জন্যে ৫% (ক্লায়েন্ট-এর ইনভয়েস-এর সাথে অটোমেটিক যোগ হয়ে যাবার কথা) ।
.
২. ডিজাইনার প্লাটফর্ম ফি -
ক. এন্ট্রি লেভেলের জন্যে - ১৫%
খ. মিড লেভেলের জন্যে - ১০%
গ. টপ লেভেলের জন্যে - ৫%
.
৩. ক্লায়েন্ট ইন্ট্রডাকসন ফি -
২০% প্রথম ৫০০ ডলারের জন্যে (তাহলে মোট ১০০ ডলার) ; এরপরে আর দেয়া লাগবে না ইন-শা-আল্লাহ ঐ ক্লায়েন্ট-এর জন্যে । এর মানে, প্রথম ৫০০ ডলার উপার্জনের পরে (২০% বা ১০০ ডলার প্রদান করার পর) ঐ ক্লায়েন্ট-এর ক্ষেত্রে "ক্লায়েন্ট ইন্ট্রডাকসন ফি" একদম ফ্রি ।
.
এছাড়া ক্লায়েন্ট ইন্ট্রডাকসন ফি আপনাকে মোটেও প্রদান করতে হবে না (একদম ফ্রি),
.
১. যদি আপনি ঐ ক্লায়েন্ট-এর কোন কনটেস্টে উইনার বা ফাইনালিস্ট হয়ে থাকেন । বা,
.
২. ঐ ক্লায়েন্ট এর দ্বারা আপনি ৬ই ফেব্রুয়ারি, ২০১৯-এর আগে কোন  ১-টু-১ প্রজেক্ট সম্পন্ন করেন । বা,
.
৩. আপনার কোন ক্লায়েন্ট কে আপনি যে কোন সময় ইমেইল ইনভাইটেশন(রেফার) এর মাধ্যমে ৯৯-এ যোগদান করান (ঐ ক্লায়েন্ট-এর ক্ষেত্রে) ।
.
 বিস্তারিত জানতে লিংকে প্রবেশ করুন -
.
https://99designs.community/t/upcoming-changes-to-1-to-1-projects-fee-structure/254622
.
আমি সবচেয়ে সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে । বুঝতে পারলে কমপক্ষে "বুঝেছি" লিখে জানান । আর না বুঝলে লিংকে কাইন্ডলি ইংলিশ ভার্সন পড়ে এসে আবার এটি পড়ুন । জাযাকাল্লাহু খাইরান... <3 <3 <3.         


********************************           


 আসসালামুলাআইকুম..., ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছেন?? গ্রুপে ২০১৯ সালের প্রথম পোস্ট এটি । আপনাদের সবার ডিজাইন কেমন চলছে?
.
আচ্ছা, সোজা কাজের কথায় চলে আসি - আপনাদের অনেকেই  আমাকে প্রশ্ন করেছেন যে, লোগো ডিজাইনের ক্ষেত্রে কীভাবে ইন্সপাইরেশন নিব? কোন কোন ডিজাইন থেকে ইন্সপায়ারড হব? কীভাবে হব? ঠিক কোন জায়গা থেকে হব?
.
আমি যেটা ফলো করি, সেটাই বলব ইন-শা-আল্লাহ (জানি না আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন টা কাজ করবে বা আদৌ কাজ করবে কী না, তবে আমার ক্ষেত্রে কাজ করে বেশ) -
.
আমি সাধারণত ডিজাইন দেখতে ভালোবাসি । বিশেষ করে কয়েকজন ডিজাইনাদের কাজ আমার বেশ ভালো লাগে । নিচে তাদের লিংক এবং কিছু প্লেসের লিংক শেয়ার করার চেষ্টা করব ইন-শা-আল্লাহ -
.
https://dribbble.com/george-bokhua
https://99designs.com/profiles/dsevarika
https://99designs.com/profiles/artsigma
https://99designs.com/profiles/ludibes
https://99designs.com/profiles/terrybogard
https://99designs.com/profiles/savastoic
https://99designs.com/profiles/borad
https://99designs.com/profiles/costinlogopus
https://99designs.com/profiles/ianrobertdouglas
https://99designs.com/profiles/bststudio
https://99designs.com/profiles/csoki
https://99designs.com/profiles/musique
https://dribbble.com/KreaTank
https://dribbble.com/Stevan
https://www.youtube.com/watch?v=dBIq0KArHFE&list=PLroLjS4HDi0BlyoVlqO1br_04fMCBoskB
https://www.youtube.com/channel/UCqHuGF2axS8Yf89r1tUVS_A/videos
https://www.youtube.com/channel/UCF6WjcZeVqy3MLBpp86eOyw
https://www.logolounge.com/trend-reports
https://www.pinterest.com/uxboss/logo-design/
.
এছাড়া আরও অনেক ভালো ভালো ডিজাইনার রয়েছেন এবং আরোও অনেক ভালো রিসোর্স রয়েছে । কিন্তু আমার কাছে এগুলো বেশি মনে ধরেছে । এগুলো বাদে বিভিন্ন কালার টোনও আমাকে বেশ ইন্সপায়ারড করে । বিশেষ করে ডিজাইন শুর করার আগে ।
.
সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন ইন-শা-আল্লাহ... <3 <3 <3
  #গ্রামের_ঠিকানা ব্যবহার করার পরও ১৫ দিনের মাথায় #AdSense_Letter হাতে পেলাম। (১২ তারিখে সেন্ড, ২৭ তারিখে রিসিভ )

( গ্রামের ঠিকানায় AdSense Letter খুব দ্রুত পেতে চাইলে পুরো পোস্টটি একবার মন দিয়ে পড়ুন )

AdSense Letter সাধারণত ১৫দিন থেকে ১মাসের মধ্যে প্রাপকের ঠিকানায় পৌঁছে যাওয়ার কথা।
কিন্তু অসচেতনতার কারণে মাস পার হওয়ার পরও অনেকে চিঠি হাতে পায় না।

AdSense Letter খুব দ্রুত হাতে পাওয়ার জন্য আমি Masud Parvez আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু পরামর্শ দিচ্ছি...

১) আপনার Address যত স্পষ্ট হবে আপনি তত দ্রুত চিঠি হাতে পাবেন।
👇👇
AdSense একাউন্টে আপনার ঠিকানা এমনভাবে লিখবেন, যেনো যে কেউ আপনার ঠিকানা পড়ে আপনার বাড়ি এবং আপনাকে খুঁজে বের করতে পারে। 

যেমন :‌ 
>> আপনার নাম: ( যেটা সাধারণত ব্যাংক একাউন্টের সাথে মিল রেখে দেওয়া হয় )

>> বাড়ির নম্বর / নাম: ( শহরের বাড়িগুলোতে বাড়ি নম্বর থাকে। গ্রামের বাড়িগুলোতে সাধারণত বাড়ি নম্বর থাকে না। তাই গ্রামের বাড়ির জন্য বাড়ির নাম লিখবেন। বাড়ির নাম না থাকলে বাবার নামের সাথে মিলিয়ে বাড়ির নাম লিখবেন। 
যেমন House: Qurban Ali's House

>> গ্রামের নাম: গ্রামের নাম লিখবেন। গ্রাম বড় হলে গ্রামের কোন পাড়ায় থাকেন সেটিও লিখবেন। এতে করে পোস্টম্যান সহজে আপনার বাড়ি চিনতে পারবে। 
যেমন: Village: Modhugram Purbopara,

>> পোস্ট অফিস : পোস্ট অফিস লেখার সাথে অবশ্যই সেই পোস্ট অফিসের পোস্ট কোড লিখবেন। 
যেমন: Post Office: Holkarchor - 2136
এতে করে ঢাকা থেকে খুব দ্রুত আপনার পোস্ট অফিসে চিঠি চলে আসবে।

>> থানা / উপজেলা : থানা লিখলে উপজেলা লেখার দরকার নাই। উপজেলা লিখলে থানা লেখার দরকার নাই।

 >> জেলা : জেলা লিখবেন 

>> City : AdSense একাউন্টে ‌City নামে একটা যায়গা দেওয়া আছে সেখানে জেলার নামসহ আপনার নিকটস্থ পোস্ট অফিসের পোস্ট কোড লিখবেন।
যেমন: Jamalpur - 2136 ( "Dhaka 1205" এরকম )

( পোস্ট কোড অবশ্যই লিখবেন, এবং পোস্ট কোড লিখতে কোনোভাবেই ভুল করা যাবে না। পোস্ট কোড সঠিক থাকলে আপনার পোস্ট অফিস পর্যন্ত চিঠি আসবে সেটা ১০০% সিউর। )

নমুনা ঠিকানা 👇👇
Imran Hosen
House: Qurban Ali's House
Village: Baluchor Purbopara,
Post Office: Holkarchor - 2136
Upajila: Islampur
District: Jamalpur
City: Jamalpur -2136

এভাবে স্পষ্ট ভাবে ঠিকানা লিখলে প্রথম বারেই খুব দ্রুত AdSense Letter আপনার ঠিকানায় পৌঁছে যেতে বাধ্য।

২) পোস্টম্যানের সাথে সুসম্পর্ক রাখুন
👇👇
Google থেকে AdSense Letter সেন্ড‌ হওয়ার ১০ দিন পর থেকে আপনার পোস্ট অফিসে নিয়মিত খোঁজ রাখুন। 
আপনি AdSense একাউন্টে যে ঠিকানা ব্যবহার করেছেন হুবহু সেই ঠিকানা মোবাইল নম্বর সহ  কম্পিউটারে কম্পোজ করে বা কাগজে লিখে সেই পোস্ট অফিসের দুচারজন কর্মকর্তাকে কাগজগুলো দিন। ( প্রয়োজনে পোস্টম্যানকে চা-নাস্তা করার জন্য অগ্রিম দুয়েকশ টাকা বকশিস দিন ) এতে করে আপনার চিঠি আসা মাত্রই তারা আপনাকে হয়ত ফোন করে জানাবে (যেমনটা আমাকে ফোন করে জানিয়েছিলো )

একটা বাস্তব ঘটনা শেয়ার করছি...
আমি যেদিন চিঠি রিসিভ করার জন্য পোস্ট অফিসে গিয়েছিলাম সেদিন পোস্টম্যানের কাছে শুনলাম যে, দুসপ্তাহ ধরে একটি AdSense Letter পোস্ট অফিসে পড়ে আছে। শুধুমাত্র ঠিকানা অস্পষ্ট হওয়ার কারণে তারা চিঠিটি ডেলিভারি দিতে পারছে না।
পরে আমি চিঠিটি হাতে নিয়ে দেখলাম...
Mst Jahanara
Dholagram, Thana Islampur, Jamalpur, Maymansinh -2136 
অর্থাৎ, ঠিকানাটি স্পষ্ট নয়।

এতবড় গ্রামে "জাহানারা" নামে কোন মেয়ে থাকে এটা পোস্টম্যান কিভাবে বুঝবে!! ছেলে হলেও একটা কথা ছিল।

আরো একটি কথা...
AdSense এর মেইন একাউন্টে ১০ ডলার হওয়ার একদিন পরে তারা অটোমেটিক আপনার ঠিকানায় AdSense Letter পাঠিয়ে দেবে। 
তাই আপনার ঠিকানায় কোথাও কোনোকিছু পরিবর্তন করার প্রয়োজন হলে সেটা অবশ্যই মেইন একাউন্টে ১০ ডলার হওয়ার আগেই করে ফেলবেন।

আবারো বলছি, আপনার ঠিকানা যত স্পষ্ট হবে আপনি তত দ্রুত AdSense Letter হাতে পাবেন।
সচেতন ভাবে বুঝে বুঝে কাজ করুন, কোন প্রকার ঝামেলায় পড়তে হবেনা। 

( বি.দ্র: উপরের সবগুলো ঠিকানা নমুনা হিসেবে ব্যবহার করেছি। "জাহানারা" এর ঠিকানাটিও নমুনা হিসেবে ব্যবহার করেছি। তবে ঘটনাটি সত্য )

.

Post a Comment

0 Comments